শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ এপ্রিল ২০২৫ ১০ : ৩১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের নবগ্রাম এলাকায়। অভিযোগ, নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে থাপ্পড় মারা ছাড়াও জোর করে তাঁকে থানার লক আপে ঢুকিয়ে দেন। ঘটনার খবর পেয়ে কয়েকশো তৃণমূল কর্মী নবগ্রাম থানার সামনে এসে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে সোমবার মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ থাকে নবগ্রাম থানা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, আগামী তিন দিনের মধ্যে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বদলি করতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রাম থানার অন্তর্গত ইটোর গ্রামের এক দম্পতির পারিবারিক বিবাদ মেটানোর জন্য সোমবার সন্ধ্যা থেকে নবগ্রাম থানা প্রাঙ্গনে দুই পরিবারকে নিয়ে একটি সালিশি সভা চলছিল।
সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল। অভিযোগ, সভা চলাকালীন রূপলাল এক ব্যক্তিকে প্রকাশ্যে এক থাপ্পড় মারেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি গোটা ঘটনাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনকে জানান। এরপরই ভারপ্রাপ্ত আধিকারিক রূপলালকে প্রায় চার ঘণ্টা আটকে রাখেন থানার মধ্যে। পরে পুলিশ প্রশাসনের কর্তাদের হস্তক্ষেপে থানা থেকে গভীর রাতে ছাড়া পান পঞ্চায়েত সমিতির সভাপতি।
তিনি জানান, ‘আমি থানার মধ্যে কাউকে মারধর করিনি। থানার বড়বাবু সম্পূর্ণ অকারণে আমাকে থানার ভেতরে টেনে নিয়ে গিয়ে চড় থাপ্পড় মারেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। মাত্র দু’দিন এই থানার দায়িত্বে এসে তিনি এলাকার মানুষকে কোনও সম্মান করছেন না’।
নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন, ‘আমি শুনেছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর এবং গালাগালি দিয়ে থানার লকআপের মধ্যে আটকে রেখেছিলেন। উনি যে কাজ করেছেন তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। ওই ‘মস্তান’ ওসি এলাকায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন’। যদিও গোটা ঘটনা সম্পর্কে পুলিশের কোনও আধিকারিক সরকারিভাবে মুখ খুলতে রাজি হননি। তারা বলেন, গোটা অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর

নানান খবর

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও